Bangla
7 months ago

গাজায় ত্রাণ ট্রাক ঢুকলেও বিতরণ শুরু হয়নি: জাতিসংঘ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গাজায় ১১ সপ্তাহের অবরোধ শেষে সীমান্ত পেরিয়ে কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও এখনও কোনো সহায়তা বিতরণ সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার গাজায় ৯৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যেগুলোর মধ্যে আটা, শিশু খাদ্য ও ওষুধ ছিল।

তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, কেরেম শালোম ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে এসব ত্রাণ পৌঁছালেও এখনো বিতরণ শুরু করা যায়নি।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘের দল ইসরায়েলি অনুমতির জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তারা সরবরাহকৃত ত্রাণ গুদামে নিতে পারেনি।

এই পরিস্থিতিতে, যখন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গাজায় আসন্ন দুর্ভিক্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তখন ইসরায়েল সামান্য পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে।

অন্যদিকে গাজায় চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য এবং দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অব কমন্সে বলেন, তারা ইসরায়েলের সঙ্গে ২০৩০ সালের দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় থাকা সহযোগিতাগুলো পুনর্মূল্যায়ন করবে। তিনি জানান, নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে ডেকে জানিয়ে দেওয়া হয়েছে যে গাজায় ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করা 'অসমর্থনযোগ্য'।

শেয়ার করুন