Bangla
2 days ago

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ৫ জন আটক, সিসিটিভি ফুটেজে মিলেছে হত্যার প্রমাণ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে। 

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যার শিকার হন তুহিন।

পুলিশ জানায়, সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল এবং সাংবাদিক তুহিন সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে, যা হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্তে সহায়তা করেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, সিসিটিভি ফুটেজে কিছু দৃশ্য স্পষ্ট হয়েছে, যেখানে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছে এবং তুহিন পেছন থেকে ওই দৃশ্য ভিডিও করছিলেন। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার কারণ ছিল ওই ভিডিও ধারণ করা। 

শেয়ার করুন