Bangla
2 days ago

গাজীপুরে সরবরাহকৃত পানি পান করে অসুস্থ অন্তত ৫০ শ্রমিক

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গাজীপুর জেলার নাওজোর এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানার অন্তত ৫০ জন শ্রমিক শনিবার (১৭ মে) সরবরাহকৃত পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন।

কারখানার শ্রমিকদের বরাত দিয়ে জানা গেছে, সকাল ৮টার দিকে অনেক শ্রমিক কারখানায় সরবরাহ করা কলের পানি পান করেন। কিছু সময় পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষের সহায়তায় তাদের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েকজন শ্রমিক জানান, পানি পান করার পর তারা বমিভাব, মাথা ঘোরা এবং পেট ব্যথার মতো উপসর্গে ভুগতে থাকেন।

সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরা, বমি ভাব ও পেট ব্যথার উপসর্গ ছিল। চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।

শেয়ার করুন