Bangla
5 days ago

গণমাধ্যম সংস্কারে ১২ দফা সিদ্ধান্ত নিল তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১২টি সংস্কার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রধান সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নতুন অধ্যাদেশ প্রণয়ন, পত্রিকার প্রচারসংখ্যা নিরীক্ষায় টাস্কফোর্স গঠন, বিজ্ঞাপন হার যৌক্তিকভাবে বাড়ানো এবং বার্ষিক পাঠক-দর্শক জরিপ চালু।

এছাড়া, এফএম রেডিওর জামানত ফি কমানো ও বিজ্ঞাপন থেকে ২% সরকারি ফি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

গণমাধ্যমের কলাম লেখক, শিল্পী ও অতিথি উপস্থাপকদের সম্মানির ওপর অগ্রিম কর বাতিলের বিষয়টি এনবিআরের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

টেলিভিশন চ্যানেলের জন্য বিএসসিএল ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিআইবি ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যক্রম যুগোপযোগী করা এবং বিসিএস ইনফরমেশন একাডেমি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

শেয়ার করুন