Bangla
2 days ago

গণমাধ্যমের স্বাধীনতায় দৃশ্যমান অগ্রগতি: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, আর এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন এখন স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।

আজ শুক্রবার (৪ জুলাই) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় গণমাধ্যমের ভূমিকা এবং সেই সময়ের স্মৃতি স্মরণ করেন।

তিনি লেখেন, ‘জুলাই আমাদের জীবনে আবার ফিরে এসেছে, পেরিয়ে গেল চারটি দিন। এ মাস মনে করিয়ে দেয় সেই ভয়াবহ গুলিবর্ষণ আর হত্যাকাণ্ডের কথা, আবার জাগায় নতুন আশার আলো।’

তিনি আরও বলেন, ‘এখন গণমাধ্যম নিজেরাই এই ঘটনাকে নিজেদের বিষয় হিসেবে দেখছে। গত চার দিনে কিছু প্রতিবেদন পড়েছি, যেখানে ব্যাখ্যা করা হয়েছে কেন সেই জুলাই অপরিহার্য ছিল। কেউ কেউ হতাশাও প্রকাশ করেছেন অর্জন নিয়ে। এটা স্বাভাবিক, প্রত্যাশা বেশি হলে হতাশাও হতে পারে।’

আবুল কালাম আজাদ মজুমদার উল্লেখ করেন, ‘টিভি চ্যানেলগুলো এখন সরকারি নির্দেশনা ছাড়াই বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এটি বড় অগ্রগতি। তাদের জন্য সংশোধনের সুযোগ। তখনকার বিদ্রোহের সময় যেসব তথ্য-ফুটেজ ছিল, তা প্রচার করা হয়নি। এখন সময় এসেছে সেই ঘটনার পুনর্পর্যালোচনার। ইতিমধ্যে তারা তা শুরু করেছে।’

তিনি বলেন, ‘এখনো কোনো টিভি চ্যানেল বা গণমাধ্যম তখনকার ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেনি। বরং কেউ কেউ সরাসরি সহিংসতা উসকে দিয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার সবসময় প্রতিষ্ঠান টিকিয়ে রাখার পক্ষে। ব্যক্তিগত অপরাধের জন্য কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার পক্ষপাতী নই।’

তিনি আরও জানান, গণমাধ্যমের সীমাবদ্ধতা সম্পর্কে সরকার সচেতন। সাংবাদিকরাও বলেছেন, কীভাবে তাদের তথ্য গোপন রাখতে হতো এবং সরকারি প্রচারণা চালাতে বাধ্য করা হতো। অন্তর্বর্তী সরকার সচেতনভাবে এসব চর্চা থেকে দূরে থেকেছে এবং সাংবাদিকদের যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, তা নিশ্চিত করার চেষ্টা করেছে। এখন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে।

শেয়ার করুন