Bangla
2 days ago

গণমাধ্যমকে ব্যবসার নিরাপত্তা ঢাল বানালে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়: অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গণমাধ্যম যদি মালিকদের ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহৃত হয়, তাহলে প্রকৃত স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ নিষ্পত্তি ও স্ব-নিয়ন্ত্রণের বিশ্লেষণ’ শীর্ষক এক সংলাপে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।

দীর্ঘদিন ধরে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও বেশ কিছু বাধার কারণে তা সম্ভব হয় না বলে মন্তব্য করেন তিনি। 

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “এর মধ্যে অন্যতম বাধা হিসেবে গণমাধ্যমগুলোর নিজেদের করপোরেট স্বার্থ অনুসরণ না করা অন্যতম। অধিকাংশ মিডিয়া হাউজ এখন তাদের অন্যান্য ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তার জন্য মিডিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে। যতদিন এই বাস্তবতা থাকবে, ততদিন প্রকৃত অর্থে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।” 

তিনি আরও বলেন, সারা বিশ্বে কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের সময় নতুন সামাজিক শক্তিগুলোর উত্থান ঘটে, যা সংঘাত এবং কখনও সহিংসতায় রূপ নেয়। 

বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্রতিফলন আংশিকভাবে দেখা গেলেও ভয়াবহ সহিংসতা দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন। 

শেয়ার করুন