প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের পথরেখা নির্ধারণে সকলের অভিন্ন লক্ষ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও অনেক বিষয়ে একমত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ মঙ্গলবার (১৩ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে আলোচনার শুরুতে দেওয়া স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনায় সিপিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্য নেতারা। অন্যদিকে, ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হকসহ আরও অনেকে অংশ নেন।
আলী রীয়াজ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সিপিবির ভূমিকা প্রশংসনীয়। রাষ্ট্র কাঠামোর সংস্কার ও পুনর্গঠনের যে আলোচনায় অংশ নেওয়া হচ্ছে, তা সিপিবির দীর্ঘদিনের সংগ্রামেরই অংশ। ঐকমত্য কমিশন একটি জবাবদিহিতামূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কমিশনের মূল উদ্দেশ্য হলো একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন, যার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটি স্পষ্ট রূপরেখা তৈরি হবে। এ লক্ষ্য সামনে রেখে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
আলোচনার গুরুত্ব তুলে ধরে আলী রীয়াজ বলেন, আজকের এই বৈঠকই আলোচনার শেষ নয় বরং কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করে তা বাস্তবায়নের পথ খুঁজে বের করাই এখন মূল চ্যালেঞ্জ। ফ্যাসিবাদী শাসনের অবসান কেবল শুরু মাত্র; নাগরিক অধিকার, ক্ষমতায়ন, সমতা ও আইনের শাসন প্রতিষ্ঠা একটি দীর্ঘ ও ধারাবাহিক সংগ্রাম।
তিনি বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য অর্জন সম্ভব।