প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে গোপালগঞ্জে এখনও কারফিউ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে শুক্রবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী টানা অভিযান চালিয়েছে।
এই অভিযানে নতুন করে আরও ২০ জনকে আটক করা হয়েছে বলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান নিশ্চিত করেছেন। আটককৃতদের পরে সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার এনসিপির কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পরিস্থিতি মারাত্মক রূপ নেয় এবং পুরো জেলায় দ্বিতীয় দফায় কারফিউ জারি করা হয়।
এনসিপির দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল, কিন্তু সরকারি দলের নেতাকর্মীরা হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিকে প্রশাসন বলছে, সহিংসতা ও ভাঙচুর রোধেই যৌথ বাহিনীর অভিযান এবং কারফিউ জারি করা হয়েছে।