Bangla
2 days ago

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘোষণা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে ফেরার সময় ধারাবাহিক হামলার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশের প্রধান প্রধান পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা দেশের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন