প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে অনেকেই চিকিৎসা নিচ্ছেন, তবে তাদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানা যায় বিবিসি বাংলার বরাতে।
গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিবিসি বাংলাকে জানান, সংঘর্ষে নিহত চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তীকালীন সরকার রাত থেকে ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে।