Bangla
7 days ago

গোপালগঞ্জে সাংবাদিকদের গাড়িতে হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা ও উদ্বেগ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না ও এক জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি আহত হন।

ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, “গণমাধ্যমের গাড়িতে হামলা একটি ন্যাক্কারজনক ও আইনবিরোধী ঘটনা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

প্রাপ্ত তথ্যমতে, একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে। যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সংবাদকর্মীরা আহত হয়েছেন।

অ্যালায়েন্স বলছে, এ ধরনের সহিংসতা সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে।

সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এবং গোপালগঞ্জসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এছাড়া, তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফেরানোর দাবিও জানায়।

শেয়ার করুন