গোপালগঞ্জে যারা অন্যায় করেছে, তারা গ্রেপ্তার হবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে, তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
গোপালগঞ্জের ঘটনার বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনো পূর্ব তথ্য ছিল কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে ঘটনা এতটা বড় হবে তা তারা জানতেন না।
এনসিপি নেতাদের অভিযোগ ছিল যে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে— এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রত্যেকেই নিজের মতামত দিতে পারেন।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "কালকেও তো নির্দেশনা দিয়েছি ওখানে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
তিনি বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে, তারা গ্রেপ্তার হবেন। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গতকাল বুধবার (১৬ জুলাই) দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।