Bangla
a year ago

গ্রেফতার হয়েছেন মোহাম্মদ এ আরাফাত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

কোটা সংস্কার আন্দোলনে নিজের বিতর্কিত বক্তব্যের জন্য বারবার আলোচনায় আসেন আওয়ামী লীগের এই নেতা। সে সময় শিক্ষার্থীদের মাদুক দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। 

এছাড়া, আল-জাজিরাসহ বেশ কিছু সংবাদমাধ্যমে দেওয়া তার বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। 

আরফাত ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। এর আগে, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের বিতর্কিত উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে প্রথমবারের মত সংসদ সদস্য (এমপি) হন তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে এমপি হন তিনি। 

পরে প্রথমবারের মত শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। 

শেয়ার করুন