Bangla
2 days ago

গরমে সহনীয় পর্যায়ে থাকবে লোডশেডিং: উপদেষ্টা ফাওজুল কবির

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

এবার গরমে লোডশেডিং সীমিত রাখার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৮ হাজার মেগাওয়াট ধরা হয়েছে, যাতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

শনিবার (২৬ এপ্রিল) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "এটা স্বল্পমেয়াদী সরকার। আমরা এমন কিছু হাতে নিচ্ছি না, যা বাস্তবায়ন করা সম্ভব নয়। অগ্রাধিকার দিচ্ছি বকেয়া পরিশোধে, কারণ বিল না দিলে কেউ ব্যবসা করতে চায় না।"

তিনি আরও জানান, এলএনজি আমদানির জন্য সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল অনুসরণ করছে। 

তেলের মূল্য নির্ধারণ কেন বিইআরসিকে দেওয়া হয়নি- এ প্রশ্নে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার, প্রতিবেশি দেশের দাম ও ভর্তুকির বিষয় বিবেচনায় এটি মন্ত্রণালয়ের হাতে রয়েছে।

 

শেয়ার করুন