Bangla
6 days ago

গত ১৮ মাসে দেড় লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয়, ক্যাম্পে নতুন সংকট

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গত ১৮ মাসে মিয়ানমার থেকে পালিয়ে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালের পর এটিই সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গার প্রবেশ।

আজ শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র বাবার বালোচ জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, মিয়ানমারে সহিংসতা আরও বেড়ে যাওয়ায় সেখানকার মানুষ নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, রাখাইন রাজ্যে দমন-পীড়ন, লক্ষ্য করে হামলা এবং চলমান সংঘাতের কারণে হাজার হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে এখনো সীমান্ত পার হচ্ছে।

বাবার বালোচ আরও জানান, নতুন করে আশ্রয়প্রার্থী এই দেড় লাখ রোহিঙ্গা কক্সবাজারের ক্যাম্পগুলোতে ঠাঁই চেয়েছে। আগে থেকেই জনবহুল এসব ক্যাম্প এখন আরও সংকটময় অবস্থার মুখে পড়েছে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চালালে সে সময় ৭ লাখ ৫০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, "বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে।" 

এদিকে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বৈশ্বিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়ে আসছে।

শেয়ার করুন