Bangla
6 days ago

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে দুইজন বরিশাল এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বাধিক ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর রাজশাহীতে ৬১ জন, খুলনায় ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৬ জন, ময়মনসিংহে ১০ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হন।

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন