প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৭ জনে।
তবে এ সময়ে নতুন করে কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৭৫ জনেই অপরিবর্তিত রয়েছে।
রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে কারও শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল শূন্য।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। ২০২১ সালে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছিল, যেদিন দিনে ২৬৪ জন পর্যন্ত মারা যান। ২০২২ সাল থেকে আক্রান্ত ও মৃত্যুর হার ধীরে ধীরে কমতে থাকে।