গুজরাট থেকে ধরে এনে পুশইন: ৭৫ বাংলাদেশি পরিবারে ফিরলেন, ৩ ভারতীয় কারাগারে
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারতের গুজরাট রাজ্য থেকে ধরে এনে সুন্দরবনের একটি চরে ছেড়ে দেওয়া ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজন নিজেদের ভারতীয় দাবি করায় আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার শ্যামনগর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসএফ ও ভারতীয় কোস্টগার্ড যৌথভাবে ৭৮ জন ‘বাংলাভাষী’কে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকার একটি চরে ছেড়ে যায়। পরে কোস্টগার্ড বন বিভাগের সহায়তায় তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দেয়।
ভুক্তভোগীরা জানান, কেউ দুই মাস, কেউবা ৩০ বছর ধরে ভারতে ছিলেন। ২৬ এপ্রিল গুজরাটের আহমেদাবাদ ও সুরাটের বস্তিতে হঠাৎ অভিযান চালিয়ে পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এরপর ৫ মে কালো কাপড়ে চোখ বেঁধে বিমানে, পরে জাহাজে তোলা হয় এবং ৬ মে মধ্যরাতে বঙ্গোপসাগরের এক চরে ফেলে দেওয়া হয়।
লে. কমান্ডার আবরার হাসান বলেন, “তিন তরুণ নিজেদের ভারতে জম্ম হয়েছে দাবি করায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।” তাদের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।