Bangla
3 days ago

গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে: তারেক রহমান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানবাধিকার রক্ষায় গুমের সংস্কৃতি বন্ধ করা জরুরি।

সোমবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত ৬৬৬ জন গুম হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ আতঙ্কের কারণে অনেক পরিবারই অভিযোগ করতে পারেনি।

তারেক রহমান বলেন, গুমের শিকারদের মধ্যে অধিকাংশই বিরোধীদলীয় নেতাকর্মী। কেউ নিখোঁজ, কেউ গ্রেফতার দেখানো হয়েছে, আবার অনেকের মরদেহ পাওয়া গেছে। তিনি গুমকে রাষ্ট্রীয় বর্বরতা আখ্যা দিয়ে বলেন, রোম সংবিধান অনুযায়ী গুম একটি মানবতাবিরোধী অপরাধ।

তিনি গুম হওয়া পরিবারের প্রতি সংহতি জানিয়ে গুম বন্ধে রাষ্ট্র ও জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন