প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে আয়কর কর্তনের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এক প্রজ্ঞাপনে গ্যাস বিল পরিশোধের সময় বিদ্যমান ২ শতাংশের জায়গায় শূণ্য দশমিক ৬ শতাংশ হারে আয়কর কর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে এ হার কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির গ্রাহকরা যেকোনো পরিমাণ গ্যাস বিল পরিশোধকালে বিলের বিপরীতে এখন থেকে শূণ্য দশমিক ৬ শতাংশ হারে আয়কর কর্তন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিল পরিশোধের সময় ভ্যাটের অংশ বাদ দিয়ে অবশিষ্ট অর্থের উপর এই হারে আয়কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। বাকি টাকা কোম্পানির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।