প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে শহরের বাগেরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) এবং মেয়ে সোহাগী আক্তার (৮)।
ফায়ার সার্ভিস জানায়, তানিয়া মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হন। তিনজনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তানিয়াকে ঢাকায় পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপ ফেটে দুর্ঘটনাটি ঘটেছে।