Bangla
2 days ago

হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

হাইকোর্ট তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছিল। পাশাপাশি হাইকোর্ট তার দাখিলকৃত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন।

বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন।

ডা. জুবাইদা রহমানের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল।

এছাড়া তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া এবং অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষ তথা দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান। 

শেয়ার করুন