প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করানোর প্রয়োজন নেই। নাগরিকদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হারানো এনআইডি পুনরুদ্ধারের ক্ষেত্রে জিডি করার বাধ্যবাধকতা ইসি চূড়ান্তভাবে তুলে দিয়েছে। পাশাপাশি এনআইডি সেবাকে আরও সহজ করার পরিকল্পনাও রয়েছে।
এছাড়া জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।