Bangla
2 days ago

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মো. ফয়সাল মুনতাসির (২৪)।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে, হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়া এলাকায়, হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে।

নিহত ফয়সাল মুনতাসির নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেদায়েত আলী বাড়ির প্রবাসী মো. কামাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত ব্যক্তি তুষার, ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিহত ফয়সাল মুনতাসির ও তার বন্ধু তুষার আবদুল্লাহ মোটরসাইকেলে চড়ে সমিতিরহাটে এক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে, হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করার সময়, একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়, যার ফলে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসক মুনতাসিরকে মৃত ঘোষণা করেন। তুষারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মো. আসাদুল্লাহ হাওলাদার এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন