Bangla
3 days ago

হিরোশিমা ট্র্যাজেডির ৮০ বছর: হিরোশিমায় শান্তির বার্তা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক উত্তেজনার প্রেক্ষাপটে জাপান স্মরণ করছে হিরোশিমায় পারমাণবিক হামলার ৮০ বছর। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটে মার্কিন বিমান 'এনোলা গে' হিরোশিমার আকাশে ‘লিটল বয়’ নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই স্মরণে আজ এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রচণ্ড গরম উপেক্ষা করে কালো পোশাক পরা সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও জীবিত বোমা হামলা-স্মৃতিবাহী নাগরিকেরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তাদের পেছনে ছিল ঐতিহাসিক সেই গম্বুজাকৃতির ধ্বংসাবশেষ, যা আজও যুদ্ধের নির্মমতা স্মরণ করিয়ে দেয়।

হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই ভাষণে বলেন, বর্তমান বিশ্বে সামরিক শক্তি বৃদ্ধির প্রবণতা বাড়ছে, যার প্রমাণ রাশিয়ার ইউক্রেন আগ্রাসন ও মধ্যপ্রাচ্যের সংঘাত। তিনি বলেন, এ প্রবণতা অতীত থেকে পাওয়া মূল্যবান শিক্ষাকে উপেক্ষা করছে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে জাপানের নেতৃত্ব দেওয়া উচিত।

হিরোশিমায় বোমা হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারান, যাদের মৃত্যুর কারণ ছিল তৎক্ষণাৎ বিস্ফোরণ, আগুন এবং পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তা। এরপর ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমায় আরও ৭৪ হাজার মানুষ নিহত হন। এর পর ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করলে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

বর্তমানে হিরোশিমা ১২ লাখ মানুষের একটি আধুনিক শহর হলেও পারমাণবিক বোমার ক্ষত অনেকের মনে আজও রয়ে গেছে।

এবারের স্মরণ অনুষ্ঠানে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো তাইওয়ান ও ফিলিস্তিনও অংশ নেয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উপস্থিত থাকলেও রাশিয়া ও চীন অংশ নেয়নি।

শেয়ার করুন