Bangla
2 days ago

হত্যা মামলায় আইভীর রিমান্ড শুনানি পিছিয়েছে

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনের শুনানির দিন পিছিয়েছে আদালত।

সোমবার (৩০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আসামিপক্ষের আইনজীবী তখন এ মামলায় উচ্চ আদালতে আসামির জামিন আবেদন করেছেন জানিয়ে ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড শুনানি স্থগিত রাখার আবেদন জানান। সেই সঙ্গে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে রিমান্ড শুনানির তারিখ ৭ জুলাই নির্ধারণ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, উচ্চ আদালতে জামিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ মামলায় নিম্ন আদালতে রিমান্ড শুনানি স্থগিত রাখার আবেদনটি দিয়েছিলাম। আদালত আইনের বিষয়গুলো বিবেচনা করে আদেশ দিয়েছেন। আমরা এতে সন্তুষ্ট।

শেয়ার করুন