প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২১ জুন) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর কাজী রমজানুল হক ইকবাল বাহারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষে আইনজীবী মোর্শেদ আলম শাহিন শুনানিতে বলেন, “তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং অসুস্থ।”
তবে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান।