Bangla
2 days ago

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহতের সংখ্যা বেড়ে ৪০৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে শহীদ রাজী বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ৪০৬ জনে পৌঁছেছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশের সবচেয়ে বড় এবং আধুনিক এই বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের জরুরি সেবা বিভাগের মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, বর্তমানে ৪০৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের পর থেকেই অনেকেই ধারণা করছেন যে, এটি নাশকতার ঘটনা হতে পারে। তবে, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানান, কোনও নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তিনি আইএলএনএ সংবাদ সংস্থাকে বলেছেন, কনটেইনারের মধ্যে থাকা রাসায়নিক পদার্থের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

এসময় জাফারি আরও জানিয়েছেন, বিস্ফোরণের বিষয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোর উপর ভিত্তি না করে সরকারি তথ্যের জন্য অপেক্ষা করতে সবাইকে অনুরোধ করেছেন। তিনি জানান, বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরেই প্রকৃত হতাহতের সংখ্যা জানা যাবে। তবে, এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর নিশ্চিত হয়নি। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, এটি প্রায় ৫০ কিলোমিটার দূরেও অনুভূত হয়েছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কনটেইনারে বিস্ফোরণ ঘটেছে, সেগুলোর মধ্যে কী ছিল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে সেখানে সালফার জাতীয় পদার্থের গন্ধ পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন