Bangla
7 months ago

ইরানের লক্ষ্য শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি, অস্ত্র নয়: পেজেশকিয়ান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা বা ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

আজ সোমবার (১৬ জুন) ইরানের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানায় আল জাজিরা।

বক্তব্যে পেজেশকিয়ান বলেন, “আমরা পারমাণবিক অস্ত্র চাই না। আমাদের সেই উদ্দেশ্যই নেই।” তবে তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া ইরান চালিয়ে যাবে।

ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। তিনি বলেন, “যদি শত্রুরা মনে করে হত্যাকাণ্ড, হামলা এবং গুপ্তহত্যার মাধ্যমে আমাদের জাতিকে শেষ করে দেবে— তাহলে তারা মারাত্মক ভুল করছে। কারণ একজন শহীদ হলে, তার আদর্শ ও পতাকা তুলে ধরার জন্য শত শত সাহসী মানুষ তৈরি হয়, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এবং ষড়যন্ত্র মোকাবিলা করবে।”

পেজেশকিয়ান আরও বলেন, ইরান কখনও আগ্রাসনের পথ অবলম্বন করে না এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথও খোলা রয়েছে। তিনি পশ্চিমাদের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, “পশ্চিমা দেশগুলো দাবি করছে আমরা পারমাণবিক অস্ত্র চাই। অথচ এ ধরনের কোনো উদ্দেশ্য আমাদের নেই। তাদের এই দাবি ভিত্তিহীন।”

তবে তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার করার অধিকার ইরানের রয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাব, কারণ তা আমাদের বৈজ্ঞানিক গবেষণা ও জ্বালানি উৎপাদনে প্রয়োজন। এটি আমাদের বৈধ অধিকার।” 

শেয়ার করুন