প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও আপাতত নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে নৌকা সরানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রবিবার (১৩ জুলাই) তিনি জানান, কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে তাদের প্রতীক বাতিল করা যায় না। নির্বাচন কমিশনের তফসিলে প্রতিটি নিবন্ধিত দলের জন্য একটি করে নির্ধারিত প্রতীক থাকে, যা সংরক্ষিত। তাই আওয়ামী লীগের নৌকা প্রতীক আপাতত তফসিলেই থাকবে।
এনসিপির শাপলা প্রতীক বিষয়ে তিনি বলেন, যেকোনো দল প্রতীক চাইতে পারে, তবে শাপলা নির্বাচন কমিশনের তফসিলে নেই। এনসিপি পরবর্তীতে নিবন্ধন পেলে বিষয়টি পর্যালোচনা করা হবে।