Bangla
2 days ago

ইশরাক হোসেনের শপথ প্রশ্নে রিটের শুনানি শেষ, আদেশ বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ দেয়ার দিন ধার্য করা হয়েছে।

এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে এ আদেশ ঘোষণার সময় ধার্য করা হয়েছে। 

আজ বুধবার (২১ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে এই আদেশের দিন ধার্য করা হয়।

ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২০ মে) দুপুর ১টা থেকে এই রিটের শুনানি শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা চলে। পরে বিকেল ৪টা ১০ মিনিট থেকে পুনরায় শুনানি হয় এবং শেষ পর্যন্ত আদেশের জন্য পরদিন অর্থাৎ বুধবার নির্ধারণ করা হয়। পরে সেটি পেছিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।

শেয়ার করুন