ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার রায় নিয়ে আইনগত জটিলতা জানতে চেয়ে মন্ত্রণালয়ের চিঠি
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের দায়ের করা মামলার রায় এবং নির্বাচন কমিশনের আপিল না করার সিদ্ধান্ত নিয়ে কোনো আইনগত জটিলতা রয়েছে কি না, তা জানতে আইন ও বিচার বিভাগে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা ‘মতামত প্রদান সংক্রান্ত’ শিরোনামের ওই চিঠি আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিচারিক আদালত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। এখন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর ধারা ৬ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে কোনো আইনগত সমস্যা আছে কি না, সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে।
এ ছাড়া চিঠিতে আরও বলা হয়েছে, এই মামলায় নির্বাচন কমিশনকে বিবাদী করা হলেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি। ফলে একতরফা রায় হয়েছে। মামলার আরজি সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায় বিবেচনায় না নিয়েই ট্রাইব্যুনাল রায় দিয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। অথচ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের অনুরূপ মামলায় আবেদন ট্রাইব্যুনাল খারিজ করেছিল। পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মেয়াদকাল নিয়ে কোনো আইনি জটিলতা আছে কি না, সে বিষয়েও মতামত চাওয়া হয়েছে।