Bangla
2 days ago

ইশরাক ইস্যুতে আইনি জটিলতার কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এতে আইনি জটিলতা রয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। 

তিনি বলেন,  ‌‘এই কারণে আমাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না।’ 

আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও জানান, আদালতের চূড়ান্ত রায় এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের মেয়র পদে অধিষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

শেয়ার করুন