ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন চালিয়ে যাবে ইশরাক অনুসারীরা
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা টানা সাত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই দাবিতে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে ছয় দিন নগর ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি চালিয়েছেন আন্দোলনকারীরা।
আজ বুধবার (২১ মে) বিকেলেও তারা রাজধানীর মৎস্য ভবন, হাইকোর্ট এলাকা, কাকরাইল ও যমুনা ফিউচার পার্কের দিকের সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।
আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ তাদের এই কর্মসূচি চলবে। পূর্বঘোষিত সময় অনুযায়ী বুধবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তারা নতুন করে কর্মসূচিতে নেমেছেন। ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এসে এই আন্দোলনে অংশ নিচ্ছেন।
এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব স্তরের কর্মচারীদের সমিতি। তারা নগর ভবনের সামনে কর্মবিরতি পালন করছে এবং সব ধরনের নাগরিক সেবা—বিশেষ করে পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ ও বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম—বন্ধ রেখেছে।
উল্লেখ্য, আদালতের রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তবে দুই সপ্তাহ পার হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো তার শপথের ব্যবস্থা করেনি। বরং আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাকের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করছে।