প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ইরান দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানায়, অভিযুক্তদের কারও প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করা হবে না এবং এমনভাবে বিচার করা হবে যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এর আগে, গত বুধবার পরমাণু বিজ্ঞানী রুজবেহ ভাদীকে ফাঁসি দেওয়া হয়। তার বিরুদ্ধে গত জুনে ইসরায়েলি হামলায় নিহত আরেক পরমাণু বিজ্ঞানীর গোপন তথ্য ইসরায়েলের কাছে সরবরাহের অভিযোগ ছিলো।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি জানান, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি স্পষ্ট করে বলেন, গুপ্তচর ও ইহুদিবাদীদের এজেন্টদের জন্য কঠোর বিচার অপেক্ষা করছে এবং এসব ঘটনা উদাহরণ হিসেবে রাখা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায় এবং গুপ্তচরদের সহযোগিতায় কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে।