প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ইসরায়েল তার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের মুখোমুখি। তিন দিন পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান শমুলিক ফ্রিডম্যান এটিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল বলে উল্লেখ করেছেন। বন ব্যবস্থাপনায় নিয়োজিত জিউইশ ন্যাশনাল ফান্ড জানিয়েছে, বড় বড় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কিছু এলাকায় এখনও কাজ চলছে।
শুক্রবার পর্যন্ত ছয় হাজার একরের বেশি জমি আগুনে ভস্মীভূত হয়েছে। এর মধ্যে দুই হাজার একর বনভূমি। দাবানলের কারণে বুধবার তিনটি ক্যাথলিক সম্প্রদায়ের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। পরদিন তারা ফিরে এলেও তাদের কৃষিজমি, আঙুর ও জলপাই বাগান এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ঐতিহাসিক গির্জাগুলোরও ক্ষতি হয়নি।
এর আগে গত বুধবার অধিকৃত জেরুজালেমের পশ্চিমের এসতাওল বন থেকে এই দাবানলের সূচনা হয় এবং তা দ্রুত মেসিলাত জিওন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া এবং দমকা হাওয়া আগুনের বিস্তারকে আরও ভয়াবহ করে তোলে।
প্রবল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, পশ্চিম দিক থেকে আসা দমকা হাওয়ায় আগুন সহজেই জেরুজালেম শহরের প্রান্ত এবং ভেতরে ছড়িয়ে পড়তে পারে।