ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতি দিলেন পুতিন

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছেন। গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক আলোচনার পর যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, তিনি এই প্রস্তাব সমর্থন করছেন। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে যুদ্ধবিরতি কার্যকর করতে হলে অবশ্যই সংঘাতের মূল কারণ বিবেচনায় নিতে হবে এবং এর বিস্তারিত জানা প্রয়োজন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন, যার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে।
এর আগে, রাশিয়া এই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছিল। দেশটির শীর্ষ পররাষ্ট্রনীতি কর্মকর্তা ইউরি উসাকোভ বলেছিলেন, এই যুদ্ধবিরতি ইউক্রেনীয় সেনাদের সাময়িক স্বস্তি দেবে, যা তাদের জন্য লাভজনক হতে পারে। তাই রাশিয়া এতে আগ্রহী নয়।
উসাকোভ এক রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, "এই যুদ্ধবিরতি ইউক্রেনীয় বাহিনীর জন্য শুধু একটি বিরতি মাত্র। আমাদের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি, যা আমাদের জাতীয় স্বার্থকে সুরক্ষা দেবে। আমি মনে করি, এই পরিস্থিতিতে কৃত্রিম শান্তির প্রচেষ্টা অর্থহীন।”
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে রাশিয়ার চূড়ান্ত অবস্থান প্রেসিডেন্ট পুতিন ব্যাখ্যা করবেন। পরে, সংবাদ সম্মেলনে পুতিন জানান, তিনি এই যুদ্ধবিরতিতে সম্মতি দিচ্ছেন।
তিনি বলেন, "আমরা যুদ্ধ বন্ধের প্রস্তাব গ্রহণ করছি, তবে এটি এমনভাবে হতে হবে যাতে বিরতি দীর্ঘমেয়াদি শান্তিতে রূপ নেয় এবং সংঘাতের মূল কারণ দূর হয়।”
এছাড়া, পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.