
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছে ইউএনবি।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই সময়ের মধ্যে তিনি বিদ্যমান পদের সমান বেতনের অধিকারী হবেন। অধ্যাপক আহসান নিয়মানুযায়ী পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

For all latest news, follow The Financial Express Google News channel.