প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছে ইউএনবি।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই সময়ের মধ্যে তিনি বিদ্যমান পদের সমান বেতনের অধিকারী হবেন। অধ্যাপক আহসান নিয়মানুযায়ী পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।