Bangla
8 hours ago

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনারের পদত্যাগ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনার ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

বিডিনিউজ২৪.কম জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সাংবাদিকদের ডেকে তিনি এই ঘোষণা দেন।

ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার বিএনপিপন্থি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বও পালন করছেন।

পাঁচটি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘটনায় মোট চারজন শিক্ষক নির্বাচনি কর্মকাণ্ড থেকে সরে দাঁড়িয়েছেন। 

শেয়ার করুন