প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এই সার্জারি হয়।
ডা. জাহাঙ্গীর কবির সংবাদমাধ্যমকে জানান, জামায়াত আমিরের সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো জটিলতা ছাড়াই চারটি বাইপাস করা হয়েছে। তার তিনটি বাইপাস করার কথা ছিল, আমরা চারটা বাইপাস করেছি, যেন কোনো দিকে কোনো সমস্যা না হয়।
এছাড়া, গত ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে করা এনজিওগ্রামে তার হার্টের পাঁচটি ব্লক শনাক্ত হয়, যার মধ্যে তিনটি বড় ব্লক ছিল। জামায়াত আমিরের পরিবার ও দলের পরামর্শ ছিল বিদেশে অপারেশন করার, কিন্তু তিনি দেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে সার্জারি করতে সম্মত হন।
জামায়াতের পক্ষ থেকে সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে এবং চিকিৎসার সুবিধার্থে দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।