প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরে তিনি বসে থেকেই তার বক্তব্য শেষ করেন।
বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি জানান, ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
জামায়াতে আমিরের অসুস্থতার খবর শুনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রোগ্রাম শেষে বিএনপি মহাসচিব তাকে দেখতে যাবেন বলে জানান তিনি।