Bangla
2 days ago

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দিয়ে এবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ইসির কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে ২৪ জুন দলটির নিবন্ধন পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরবর্তীতে বিজি প্রেসে পাঠানো হলে ২৬ জুন গেজেট আকারে প্রকাশ করা হয়।

ইসি সচিব আখতার আহমেদের প্রকাশিত গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করায় জামায়াতে ইসলামীর আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ৫ নভেম্বর দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছিল।

পরে হাইকোর্টের রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেন।

গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, আপিল বিভাগের ওই রায়ের আলোকে ২০১৮ সালের ২৮ অক্টোবরের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন বাতিল করে জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল করা হলো।

শেয়ার করুন