
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বাতিল করে দেওয়া আপিল বিভাগের সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (১ জুন) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির স্বাক্ষরের পর এই আদেশ প্রকাশ করা হয়। এ আদেশের অনুলিপি নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।
এর আগে আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। ওইদিন সকালেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে আপিল শুনানি শুরু হয়, যা শেষ হয় ১৪ মে। এরপর আদালত ১ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন।
এরও আগে, দলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তাদের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করেছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

For all latest news, follow The Financial Express Google News channel.