Bangla
2 days ago

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দলটির পক্ষ থেকে। এজন্য সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও বিএনপির কোনো নেতাকে সেখানে দেখা যায়নি।

শনিবার (১৯ জুলাই) দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি।” বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, “সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সব দলের নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, ৭ দফা দাবিতে শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়।  

শেয়ার করুন