Bangla
9 months ago

জামিন মঞ্জুরের পর গারদখানা থেকে মুক্তি পেলেন সাবের হোসেন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গারদখানা থেকে মুক্তি পেয়েছেন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা তিনি মুক্তি পান। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানার ইনচার্জ পুলিশের এসআই মুরাদ হোসেন সাবের হোসেনের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মকবুল নামের এক বিএনপি কর্মীর নিহত হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। সে মামলায় পাঁচদিনের রিমান্ড চলাকালীন সাবের হোসেনকে আজ আবার আদালতে হাজির করে পুলিশ। সাবের হোসেন অসুস্থ উল্লেখ করে জামিন আবেদন করেন তার আইনজীবী। 

শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন আদালত। 

এর আগে, আজ মঙ্গলবার খিলগাঁও থানার পৃথক চারটি  মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। 

শেয়ার করুন