প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে এখন আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আজিজুরের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি, তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে সন্দেহভাজন হিসেবে আজিজুরকে আটক করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ, যা আদালত মঞ্জুর করে।
তবে আজ শুনানিতে বিচারক তার জামিন মঞ্জুর করলে মুক্তি নিশ্চিত হয় বলে জানান আইনজীবী।