জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্যকে হেনস্তা-মারধর
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজ। কারামুক্ত হওয়ার পর তাকে টানাহ্যাঁচড়া করে হেনস্তা ও মারধর করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জ কারাগার গেটের সামনে এ ঘটনা ঘটে।
পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সাবেক এই সংসদ সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আবদুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। তিনি এখন সিরাজগঞ্জ সদর থানা–হাজতে পুলিশ হেফাজতে আছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুনতাসীর মেহেদীর নেতৃত্বে একদল ব্যক্তি সাবেক এই সংসদ সদস্যকে মারধর করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ ছাড়া পেয়েছেন—এমন খবরে লোকজন সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকেন। এরপর আবদুল আজিজ জেলা কারাগার থেকে বের হলে সবাই তাকে ঘিরে ধরে। তাকে টানাহেঁচড়া করে হেনস্তা ও মারধর করা হয়। জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করা হয়।
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ জানান, বিষয়টি সম্পর্কে সেনাবাহিনী অবগত ছিল না। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত তাকে (সাবেক সংসদ সদস্য) পুলিশের কাছে সোপর্দ করতে উদ্যোগ নেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, লোকজন রাত ৯টার দিকে আবদুল আজিজকে থানায় সোপর্দ করেছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে এ বছরের ৩ ফেব্রুয়ারি ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।