Bangla
2 days ago

জাপান থেকে এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রত্যাশা সরকারের: প্রেস সচিব

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাপানের কাছ থেকে সরকার ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা প্রায় ১ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্রত্যাশা করছে। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট হিসেবে আসবে।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা শিগগিরই জাপানে সফর করবেন, যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাপানি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। প্রায় আড়াই হাজার জাপানি নাগরিকের জন্য একটি বিশেষ ইকোনমিক জোন গড়ে তোলা হয়েছে, যেখানে আরও বেশি বিনিয়োগ আসার সুযোগ বাড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন। ওই সেমিনারে প্রায় তিনশ জাপানি বিনিয়োগকারী অংশগ্রহণ করবেন।

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রধান উপদেষ্টা গুরুত্বারোপ করেছেন। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। এই সফরে সেই বিনিয়োগ আনার জন্য আলোচনা করা হবে।

মাতারবাড়িতে ছয়টি বড় পোর্ট টার্মিনাল থাকবে, যেখানে বিশ্বের বড় বড় জাহাজ আসবে। এছাড়াও সেখানে একটি নতুন শহর, বহু পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক ও ম্যানুফ্যাকচারিং হাব এবং এনার্জি হাব গড়ে উঠবে। প্রধান উপদেষ্টা জাপান সফরে এসব ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, মাতারবাড়ি উন্নয়নের সঙ্গে কক্সবাজারও দ্রুত বিকশিত হবে। কক্সবাজার বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে উন্নত করার কাজ চলছে। 

শেয়ার করুন