Bangla
5 days ago

জাতীয় নির্বাচন সামনে রেখে মালামাল কেনায় তৎপর ইসি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় মালামাল কেনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা হবে। এজন্য একটি টেন্ডারে কিছু সংশোধন আনা প্রয়োজন, সেই প্রক্রিয়াও চলছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, পাঁচ ধরনের পরিচয়পত্র, আচরণ বিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ ম্যানুয়েল এবং নির্দেশিকা মুদ্রণ শুরু করা দরকার।

ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক থাকে, তাই তফসিল ঘোষণার পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত বিপুল পরিমাণ ব্যালট পেপার মুদ্রণ করে মাঠ পর্যায়ে পাঠাতে হবে।

অন্যান্য নির্বাচনী সামগ্রী সম্ভাব্য সেপ্টেম্বর মাসের মধ্যে মুদ্রণ ও সংরক্ষণের প্রস্তুতিও নিতে হবে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির মধ্যে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

শেয়ার করুন