Bangla
2 days ago
জাতীয় পার্টির একাংশের নতুন নেতৃত্বে আনিসুল, রুহুল আমীন ও ফিরোজ রশীদ
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাতীয় পার্টির (জাপা) একাংশের ১০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার (৯ আগস্ট)। রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে আয়োজিত এ কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, এবিএম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব এবং কাজী ফিরোজ রশীদকে সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এতে নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মুজিবুল হক চুন্নু।
নতুন নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে কাউন্সিল সূত্রে জানানো হয়েছে।